• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ছত্তিশগড়ে এনকাউন্টারে নিকেশ ২ মাওবাদী, মাথার দাম ছিল মোট ১৩ লক্ষ

বস্তার এলাকায় নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হলেন ২ মাওবাদী। মৃত দুই মাওবাদীর উপর মোট  ১৩ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল ছত্তিশগড় সরকার। 

ফাইল চিত্র

ছত্তিশগড়ের বস্তার এলাকায় নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হলেন ২ মাওবাদী। মৃত দুই মাওবাদীর উপর মোট  ১৩ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল ছত্তিশগড় সরকার। পুলিশ সূত্রে খবর, নিহত মাওবাদীদের নাম হালদার এবং রামে। হালদার মাওবাদীদের পূর্ব বস্তার ডিভিশনের কমান্ডার ছিলেন। রামে ছিলেন এলাকা কমিটির সদস্য। হালদার এবং রামের মাথার উপর যথাক্রমে ৮ লক্ষ এবং ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল। এই অভিযানকে মাওবাদী দমনে নতুন সাফল্য বলে মনে করা হচ্ছে।

বস্তার রেঞ্জের ডিজিপি সুন্দররাজ পি এক সংবাদ সংস্থাকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় কোন্ডাগাঁও এবং নারায়ণপুর জেলার সীমানা বরাবর কিলাম-বরগুম মরকামপলের একটি জঙ্গলে মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ দল। জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে এই অভিযান চালানো হয়। পাল্টা গুলি চালাতে শুরু করে মাওবাদীরা।  শুরু হয় উভয় পক্ষের গুলির লড়াই। এই গুলির লড়াই চলাকালীন ২ মাওবাদী নিহত হন।

Advertisement

ডিজিপি আরও জানিয়েছেন, কোন্ডাগাঁও পুলিশ ছাড়াও অভিযানে অংশগ্রহণ করেন  ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড তখা ডিআরজি এবং বস্তার ফাইটার্সের সদস্যরা। ঘটনাস্থল থেকে দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি একটি একে-৪৭ রাইফেল এবং অন্যান্য অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।এ দিনের এনকাউন্টারের ঘটনা নিয়ে চলতি বছরে মাওবাদী নিকেশ অভিযানে মোট ১৪০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে শুধুমাত্র বস্তারেই ১২৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মার্চের শেষে সুকমা জেলায় মাওবাদী অভিযানে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন ১৭ জন মাওবাদী।

Advertisement

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই ছত্তিশগড়ের বস্তারে মাওবাদীদের তরফে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তার মধ্যেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ফের মৃত্যু হল নেতৃস্থানীয় ২ মাওবাদীর।

Advertisement