• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জম্মু-কাশ্মীরের কুলগ্রাম থেকে গ্রেপ্তার ২ কাশ্মীরি তরুণ, অনন্তনাগ থেকে মোট আটক ১৭৫

সংবাদ সংস্থা সূত্রে খবর, ধৃতদের নাম বিলাল আহমেদ ভাট এবং মহম্মদ ইসমাইল ভাট। তারা দুইজনই কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা।

জম্মু-কাশ্মীরের কুলগামে থেকে গ্রেপ্তার করা হল দুই কাশ্মীরি তরুণকে। তাদের বিরুদ্ধে জঙ্গিদের সাহায্য করার অভিযোগ রয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সংবাদ সংস্থা সূত্রে খবর, ধৃতদের নাম বিলাল আহমেদ ভাট এবং মহম্মদ ইসমাইল ভাট। তারা দুইজনই কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা। কুলগাম জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই দুই ধৃতের থেকে ২ টি পিস্তল, ২৫ রাউন্ড গুলি এবং ২ টি ম্যাগাজিন পাওয়া গিয়েছে।

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ব্যাপক সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশ এবং সেনাবাহিনী জানিয়েছে, শুধু সন্ত্রাসবাদীদের তল্লাশিতেই নয়, যারা তাদের আশ্রয় দিচ্ছে এমন সন্দেহভাজনদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।পহেলগাম জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্তর্গত। গোটা জেলা জুড়ে তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত আটক হয়েছেন ১৭৫ জন। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শান্তি বজায় রাখতে এবং অশান্তির যে কোনও চেষ্টা ব্যর্থ করতে পুলিশ জেলাজুড়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। গোটা অঞ্চলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি। সেই রকমই একটি তল্লাশি অভিযানে জঙ্গিদের একটি বাঙ্কারের হদিস পেয়েছে নিরাপত্তা বাহিনী।

Advertisement

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে উপত্যকার সেদোরি নালা মুস্তাকাবাদ মছিলের জঙ্গলে অভিযান চালানো হয়। সেখানেই হদিশ মেলে জঙ্গিদের বাঙ্কারের।সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র । ৫ টি একে-৪৭ রাইফেল, ৮টি একে-৪৭ , ১টি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, একে-৪৭-এর ৬৬০টি কার্তুজ এবং এম৪ বন্দুকের ৫০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Advertisement

২২ এপ্রিল পহেলগামের বৈসরন এলাকায় সন্ত্রাসবাদী হামলায় ২৫ জন পর্যটক-সহ মোট ২৬ নাগরিক নিহত হন। এরপর নিরাপত্তা বাহিনী বিশেষ করে বনাঞ্চলে তল্লাশি অভিযান বাড়িয়েছে। রাজৌরি-পুঞ্চ সেক্টরেও নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগর সফরে এসে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন।

এরই মধ্যে কুলগামের কাইমো শহরের ঠোকেরপোরা এলাকায় একটি চেকপয়েন্টে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সেনা, আধা সেনা  এবং কুলগাম পুলিশের এক যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় ওই দুই কাশ্মীরি তরুণকে। পুলিশ সূত্রে খবর, তাঁরা জঙ্গিদের সাহায্য করতেন বলে অভিযোগ রয়েছে। এদিকে সতর্ক থাকতে বলা হয়েছে এলাকার বাসিন্দাদের। সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটবর্তী থানায় জানানোর জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে।

Advertisement