দিল্লি, ২৫ জানুয়ারি – সাধারণতন্ত্র দিবসে বীরত্ব ও পরিষেবার ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত করা হবে ১১৩২ জনকে। ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে তাঁদের পদক দিয়ে সম্মানিত করা হবে। এক্ষেত্রে যাঁদের নির্বাচিত করা হয়েছে তাঁরা পুলিশ, হোমগার্ড, দমকল, সিভিল ডিফেন্স এবং সংশোধনাগারের বিভিন্ন পদে কর্মরত। এর মধ্যে প্রয়াত হয়েছেন ২ জন বিএসএফ হেড কনস্টেবল, তাঁরা মরণোত্তর রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হয়। মরণোত্তর বীরত্বের পদকে ভূষিত করা হবে বর্ডার সিকিওরিটি ফোর্সের যে ২ হেড কনস্টেবলকে, তাঁরা হলেন প্রয়াত সানওয়ালা রাম বিষ্ণই এবং প্রয়াত শিশু পাল সিং।