সংবিধানের অনুচ্ছেদ ২৪০ অনুযায়ী রাষ্ট্রপতি শান্তি, অগ্রগতি এবং সুশাসনের জন্য বিধিমালা তৈরি করতে পারবেন (ক) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, (খ) লাক্ষাদ্বীপ, (গ) দাদরা ও নগর হাভেলি, (ঘ) দমন ও দিউ এবং (ঙ) পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য। সেই তালিকায় চণ্ডীগড়কেও জুড়ে দিতে চেয়েছিল মোদী সরকার। তবে বিরোধীদের প্রবল চাপের মুখে শীতকালীন অধিবেশনে পেশ হচ্ছে না চণ্ডীগড় সংবিধান সংশোধন বিল।
Advertisement
Advertisement
বীমা খাতে সংশোধন, শেয়ার বাজারের নিয়মে নতুনত্ব এবং জাতীয় মহাসড়কের জন্য জমি অধিগ্রহণের নিয়ম সহজ করার মতো প্রস্তাবও এই বিলগুলিতে রয়েছে। যে বিলগুলি সরকার তালিকাভুক্ত করেছে সেগুলি হল পারমাণবিক শক্তি বিল ২০২৫, জাতীয় মহাসড়ক সংশোধনী বিল, উচ্চশিক্ষা কমিশন বিল, বীমা আইন সংশোধনী বিল, শেয়ার বাজার সূচক বিল, ১৩১তম সংবিধান সংশোধনী বিল। আগামী ৩০ নভেম্বর নতুন বিলগুলি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে।
Advertisement



