• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

করের টাকা চাই আধাআধি, বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর

দুপুর সাড়ে ১২টা নাগাদ নবান্নে পৌঁছন দিল্লি থেকে আসা অর্থ কমিশনের প্রতিনিধিরা। দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন ১২ জন মন্ত্রী।

ছবি: এএনআই।

৪১ শতাংশ নয়, করের টাকা আধাআধি অংশ চাই। মঙ্গলবার নবান্নে অর্থ কমিশনের বৈঠকে এমনই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি দাবি তুলেছেন ৫০ শতাংশ করের টাকা দিতে হবে। অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে বিরোধীরাও ৫০ শতাংশের দাবি তুলেছেন বলে খবর পাওয়া গেছে। এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ কমিশনে প্রতিনিধিরা। তাঁরা জানান, বেশিরভাগ রাজ্যই করের অর্থের ৫০ শতাংশ চেয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এদিন কেন্দ্রের বকেয়া নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তবে সেই বিষয়টি তাদের এক্তিয়ারভুক্ত নয় বলে এড়িয়ে গিয়েছেন কমিশনের প্রতিনিধিরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নবান্নে পৌঁছন দিল্লি থেকে আসা অর্থ কমিশনের প্রতিনিধিরা। দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন ১২ জন মন্ত্রী। বিকেলে আবার রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অর্থ কমিশন। এই বৈঠকে ছিলেন সিপিএমের মহম্মদ সেলিম, বিজেপির শংকর ঘোষ। তাঁরাও করের অর্থের ৪১ শতাংশের বদলে ৫০ শতাংশ টাকা দেওয়ার পক্ষে মত দিয়েছেন। কমিশনের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত ১৩ টি রাজ্যে তাঁরা গিয়েছেন, সকলেই কমবেশি একই দাবি তুলেছে। এই সবই তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন।

Advertisement

এদিনের বৈঠকে অর্থ কমিশনের কাছেও মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন। সাফ জানান, বিভিন্ন খাতে কেন্দ্রীয় বকেয়া মিলছে না। সেই টাকা পেলে সামাজিক প্রকল্পগুলি আরও সুচারুভাবে করা যাবে। এদিনের বৈঠকে অর্থ কমিশনের কাছেও মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন। জানান, বিভিন্ন খাতে কেন্দ্রীয় বকেয়া মিলছে না। সেই টাকা পেলে সামাজিক প্রকল্পগুলি ভালোভাবে করা যাবে।

Advertisement

Advertisement