• facebook
  • twitter
Friday, 15 August, 2025

অস্বাভাবিক মৃত্যু

বাথরুমের টাওয়েল রিং থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করল বড়তলা থানার পুলিশ।

বাথরুমের টাওয়েল রিং থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করল বড়তলা থানার পুলিশ। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে ৬৯এ বিডন স্ট্রিটে। দেহ উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বছর আঠাশের মৃত ওই যুবকের নাম রোহিতাশ্ব প্রধান বলে জানিয়েছে পুলিশ।

যুবকের মৃত্যুর ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক এক বেসরকারি সংস্থায় কাজ করতেন দীর্ঘদিন ধরে। তবে কিছুতেই হচ্ছিল না পদোন্নতি, বৃদ্ধি পাচ্ছিল না মাস মাইনেও। সেই নিয়ে কিছুটা মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েন তিনি। চলছিল চিকিৎসাও। তদন্তে জানা গিয়েছে, বাড়িতে মাকে নিয়ে একাই থাকতেন ওই যুবক। এদিন সকালে বাথরুম থেকে দীর্ঘক্ষণ ছেলেকে বেরোতে না দেখে প্রতিবেশীদের ডাকেন মা। তারপর দরজা ভাঙতেই দেখা যায়, বাথরুমের টাওয়েল রিং থেকে কোমরের বেল্টের সাহায্য ঝুলছেন যুবক। তারপর খবর পেয়ে পুলিশ যুবককে উদ্ধার করে নিয়ে যায়।