• facebook
  • twitter
Thursday, 21 August, 2025

ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ৬৬ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার তিন

গত বছর নভেম্বরে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে কলকাতার বাসিন্দা এক বৃদ্ধার কাছ থেকে ৬৬ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছিল প্রতারকদের বিরুদ্ধে।

প্রতীকী চিত্র

গত বছর নভেম্বরে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে কলকাতার বাসিন্দা এক বৃদ্ধার কাছ থেকে ৬৬ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছিল প্রতারকদের বিরুদ্ধে। বৃদ্ধার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে চারু মার্কেট থানার পুলিশ। সেই ঘটনার সুরাহা মিলল মাস দুয়েক বাদে। প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হল কৃষ্ণনগরের বাসিন্দা তিন যুবককে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭৪ লক্ষ টাকা। উদ্ধার করা হয়েছে দুটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন।

সূত্রের খবর, গত নভেম্বরের মাঝামাঝি সময়ে কলকাতার বাসিন্দা এক বৃদ্ধাকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ৬৬ লক্ষ টাকা হাতিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্তে নেমে উঠে আসে সাফল্য। পুলিশ সূত্রে খবর, প্রথমে গ্রেপ্তার করা হয় প্রতাপ রায় (২৭) নামে এক যুবককে। তাকে জেরা করে ক্রিপ্টোকারেন্সিতে সাড়ে ৮ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে খোঁজ মেলে দ্বিতীয় জনের। কৃষ্ণনগর থেকেই গ্রেপ্তার করা হয় উৎপল শিকদার (৩১) নামে এক যুবককে। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় নগদ ৭৪ লক্ষ টাকা।

অন্যদিকে দুই ধৃতের কাছ থেকেই খোঁজ মেলে চক্রের মাথার। গ্রেপ্তার করা হয় কুমারেশ হালদার (৩৫) নামে ওই যুবককে। সূত্রের খবর, আদতে কৃষ্ণনগরের বাসিন্দা হলেও কুমারেশ থাকে নিউটাউনের ফ্ল্যাটে। তবে শুক্রবার রাতে বাড়ি গিয়েছিল সে।

News Hub