আগামী এক সপ্তাহের মধ্যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে সরিয়ে ফেলতে হবে টিএমসিপির অফিস। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনকে সময়সীমা বেধে দিল আরজি কর কর্তৃপক্ষ। এক সপ্তাহের মধ্যে এই অফিস সরানো না হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। একটি বৈঠক আয়োজন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন আরজি কর মেডিক্যালের বর্তমান অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়।