• facebook
  • twitter
Monday, 15 December, 2025

ভারী শিল্পেও সাফল্য রাজ্যের, টুইট মুখ্যমন্ত্রীর

ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পে গত কয়েকবছরে জাতীয় স্তরে সেরার শিরোপা পাচ্ছে রাজ্য। এবার ভারী শিল্পের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের মুকুটে জুড়ল নতুন পালক।

প্রতিনিধিত্বমূলক চিত্র

এবার ভারী শিল্পেও সাফল্য পেয়েছে রাজ্য। দেশের শীর্ষ তিনটি রাজ্যের মধ্যে স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। বুধবার টুইট করে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পে গত কয়েকবছরে জাতীয় স্তরে সেরার শিরোপা পাচ্ছে রাজ্য। এবার ভারী শিল্পের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের মুকুটে জুড়ল নতুন পালক। মমতা জানিয়েছেন, ভারত সরকারের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ (ডিপিআইআইটি) সম্পতি একটি রিপোর্ট পেশ করেছে। ২০২৪-২০২৫ সালের এই রিপোর্টে জানানো হয়েছে, ২০২৪ সালে ভারী শিল্পের জন্য বিনিয়োগ টানার ক্ষেত্রে অন্যান্য অনেক রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ। দেশের মধ্যে শীর্ষ তিনটি রাজ্যের তালিকায় রয়েছে বাংলার নাম। ভারী শিল্পের ক্ষেত্রে রাজ্যের এই সাফল্য এমএসএমই সেক্টরের সাফল্যকেও ছাপিয়ে গিয়েছে।

Advertisement

পাশাপাশি, টুইটে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বলা বাহুল্য, ২০২৫ সালে রাজ্য সবথেকে আকর্ষণীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছিল। তারপর থেকে আরও বেশি সফলতা পাচ্ছে বাংলা। এই কারণে পরবর্তীকালেও রেকর্ড তৈরি করবে রাজ্য। উল্লেখ্য, রাজ্যের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে এক অন্য মাত্রা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর ফলে ধাপে ধাপে বিনিয়োগের পরিমাণ বেড়েছে প্রায় ২০ গুণ।

Advertisement

Advertisement