• facebook
  • twitter
Saturday, 2 August, 2025

দার্জিলিংয়ে উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন

উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন। শুক্রবার দুপুর ১টা নাগাদ শিলিগুড়ি থেকে তিনধারিয়া যাওয়ার পথে সুকনার কাছে উল্টে গেল টয় ট্রেনের একটি ইঞ্জিন।

শিলিগুড়ি শহরের উপকণ্ঠে উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন। শুক্রবার দুপুর ১টা নাগাদ শিলিগুড়ি থেকে তিনধারিয়া যাওয়ার পথে সুকনার কাছে উল্টে যায় টয় ট্রেনের একটি ইঞ্জিন। চালক ও সহকারী চালক সামান্য আহত হন। রেলের কর্মীরা ইঞ্জিনটি দ্রুত তুলে ফেলেন। ঘটনাস্থলে যান রেলের পদস্থ আধিকারিকেরা। তবে স্বস্তির খবর এটাই যে এই দুর্ঘটনার প্রভাব পড়েনি এনজেপি-দার্জিলিং টয় ট্রেনের রুটে। নিউ জলপাইগুড়ি থেকে নির্দিষ্ট সময়েই পাহাড়ের পথে পাড়ি দিয়েছে টয় ট্রেন। গত বছর ১ জানুয়ারি কাকঝোরায় টয় ট্রেনের একটি ইঞ্জিন লাইন থেকে বেরিয়ে গিয়েছিল। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হননি।