• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ টয় ট্রেন

আপাতত ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে। যে সমস্ত যাত্রী অগ্রিম বুকিং করেছিলেন, তাঁদের বুকিং বাতিল করে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে রেল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পুজোর মুখে খারাপ খবর। ধসের জেরে বন্ধ হয়ে গেল নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে টয় ট্রেন পরিষেবা। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা বাতিল করা হয়েছে। আপাতত ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে। যে সমস্ত যাত্রী অগ্রিম বুকিং করেছিলেন, তাঁদের বুকিং বাতিল করে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে রেল।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, ‘ধসের কারণে ট্রেন বাতিল করা হল। সব ঠিক থাকলে ১৬ তারিখ থেকে ফের চালানো হবে।’ রেল সূত্রে খবর, লাইন মেরামত করে ১৫ তারিখ ট্রায়াল রান দেবে টয় ট্রেন। সেটি সফল হলেই ১৬ তারিখ থেকে পাহাড়ের বুক চিড়ে চলবে টয় ট্রেন।

Advertisement

বর্ষায় প্রতি বছরই পাহাড়ে ধস নামে। সেই কারণে নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে পরিষেবা ব্যহত হলেও স্বল্প দূরত্বে জয় রাইডগুলি চালানোর চেষ্টা করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এবার লাগাতার বৃষ্টির জেরে বৃহস্পতিবার রাতে রংটং থেকে তিনধারিয়ার মাঝে একাধিক জায়গায় ধস নামে। টয় ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়।

Advertisement

এর জেরেই পরিষেবা বাতিল করা হয়েছে। সামনেই দুর্গাপুজো, তারপর দীপাবলি সহ একাধিক উৎসব। সেই কারণে আগাম সতর্কতা হিসেবে বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর। এই দলটি ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। ধসে লাইন ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতের কাজ শুরু করবে তারা।

Advertisement