শিক্ষকের প্রহারে দৃষ্টিশক্তি হারাতে বসেছে ছাত্র! এমনই ঘটল উত্তর ২৪ পরগণার শ্যামনগরে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত পথিকৃৎ দাস শ্যামনগরের সেন্ট অগাস্টিন ডে স্কুলের ছাত্র। সূত্রের খবর, গত ১৪ নভেম্বর সপ্তম শ্রেণির ওই ছাত্র শ্যামনগর ২৪ নং রেলগেটের কাছে একটি কম্পিউটার কোচিং সেন্টারে গিয়েছিল। গত ২ বছর ধরেই পথিকৃৎ ওই কোচিং সেন্টারের ছাত্র। ঘটনার দিন তার উপরে কোনও কারণে ক্ষুব্ধ হন ওই সেন্টারেরই শিক্ষক সুসময় বন্দ্যোপাধ্যায়। শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তাকে ধরে প্রহার করেন সুসময়। এমন সময়েই চোখে আঘাত পায় বছর ১২-এর পথিকৃৎ।
Advertisement
বাড়ি ফেরার পরে তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার যথাশীঘ্র সম্ভব তার চোখে অস্ত্রোপচার করার পরামর্শ দেন। সেই উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার হয় তার। যদিও, তার পরেও সেখানকার ডাক্তাররা পথিকৃতের দৃষ্টিশক্তি ফেরার ব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারেননি।
Advertisement
গত সোমবার পথিকৃতের পিসি নিবেদিতা মোদক ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জগদ্দল থানায়। অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ সুসময়কে গ্রেপ্তার করে। অল্প বয়সেই শিক্ষকের ক্রোধের জেরে দৃষ্টিশক্তি হারাতে বসার ঘটনায় মর্মাহত স্থানীয়রা।
Advertisement



