• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

জলের অপচয় রুখতে কড়া অবস্থান রাজ্যের

রাজ্য ইতিমধ্যেই ৬৪.৫ লক্ষ বাড়িতে জল সংযোগ দিয়েছে এবং মার্চের মধ্যে আরও ১১.৮২ লক্ষ বাড়িতে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

জলের অপচয় রুখতে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রাজ্যের অবস্থান জানতে চাইলে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, রাস্তায় স্ট্যান্ড পোস্টের অর্থাৎ কলের সংখ্যা কমানোর দিকে জোর দেওয়া হচ্ছে। এখন প্রায় প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। তাই নাগরিকদের জল সংরক্ষণের জন্য ট্যাঙ্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে কিছু এলাকায় বাড়িওয়ালা-ভাড়াটে বিরোধ বা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত সমস্যার কারণে এখনও স্ট্যান্ড পোস্ট রাখা বাধ্যতামূলক। ফিরহাদ জানান, রাজ্যের পুরসভাগুলিতে বর্তমানে ৭৩ হাজার স্ট্যান্ড পোস্ট রয়েছে। যার বেশিরভাগেরই মুখে ট্যাপ লাগানো হয়েছে। তবুও কিছু ক্ষেত্রে স্ট্যান্ড পোস্ট ভেঙে দেওয়া হচ্ছে, যাতে দ্রুত জল সংগ্রহ করা যায়। মন্ত্রী স্পষ্ট জানান, কলকাতায় একাধিকবার ট্যাপ বসানোর পরও যদি তা নষ্ট করা হয়, তবে সংশ্লিষ্ট স্ট্যান্ড পোস্ট তুলে নেওয়া হবে।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলকে ‘জীবন’ বলে উল্লেখ করেছেন। তাই গৃহস্থালির জলের ওপর কর নেওয়া হয় না। কিন্তু যেখানে অপ্রয়োজনীয়ভাবে জল নষ্ট হচ্ছে, সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুরমন্ত্রী জানান, রাজ্য ইতিমধ্যেই ৬৪.৫ লক্ষ বাড়িতে জল সংযোগ দিয়েছে এবং মার্চের মধ্যে আরও ১১.৮২ লক্ষ বাড়িতে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তবে জল অপচয় রোধে সরকারের কড়া নজরদারি চলবে বলেও তিনি স্পষ্ট করে দেন।