আজ, সোমবারই যোগ্য–অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে এসএসসির। সূত্রের খবর, দুই পর্যায়ে এই তালিকা প্রকাশ হতে পারে। পাশাপাশি দেখানো হবে ওএমআর শিটও। চাকরি বাতিলের জেরে আন্দোলনের আবহে চাকরিহারা যোগ্যদের একাংশের সঙ্গে বৈঠক করেছিলেন ব্রাত্য বসু। সেই বৈঠকে এসএসসি জানায়, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। সেই মতো সোমবার যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার জন্য তোড়জোড় শুরু করল এসএসসি।
এদিকে আজ, ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা, চাকরিপ্রার্থী ও চাকরিজীবী ঐক্যমঞ্চ। কিন্তু সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের বিষয় ঐক্যমঞ্চের সদস্যরা পুলিশকে জানিয়েও দিয়েছেন। ঐক্যমঞ্চের এক সদস্য জানিয়েছেন, গত শুক্রবার লালবাজার, ভবানী ভবনে পুলিশ আধিকারিকরা ডেকে বলেছেন, ঐক্যমঞ্চের যা দাবি রয়েছে তা তাঁরা সরকারের কাছে পাঠিয়ে দেবেন। মুখ্যসচিবের সঙ্গে আধিকারিকরা কথা বলবেন বলেও জানিয়েছেন। পুলিশ আধিকারিকের আশ্বাসের পর নবান্ন অভিযান আপাতত স্থগিত করা হয়েছে।