• facebook
  • twitter
Sunday, 3 August, 2025

ইডেনে ম্যাচ উপলক্ষে ২১ এপ্রিল মধ্যরাতেও চলবে মেট্রো

খেলা দেখে বাড়ি ফেরার জন্য মধ্যরাতে বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো। শনিবার কলকাতা মেট্রোর তরফে এ খবর জানানো হয়েছে।

ফাইল চিত্র

আগামী ২১ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটানস এর ম্যাচ রয়েছে। খেলা দেখে বাড়ি ফেরার জন্য মধ্যরাতে বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো। শনিবার কলকাতা মেট্রোর তরফে এ খবর জানানো হয়েছে। ওইদিন রাত ১২ টার সময় এসপ্ল্যানেড স্টেশন থেকে আপ ও ডাউন লাইনে বিশেষ মেট্রো চালানো হবে। বিশেষ ট্রেন চলবে হাওড়া ময়দান পর্যন্তও। তবে অতিরিক্ত পরিষেবা পাওয়ার জন্য যাত্রীদের টিকিট পিছু দশ টাকা করে অতিরিক্ত মূল্য দিতে হবে।

রাত বারোটায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ব্লু লাইনের আপ ট্রেনটি ছাড়বে। ১২ টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পৌঁছবে। একইভাবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে রাত ১২ টায় ডাউন লাইনের ট্রেনটি কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে রাত ১২ টা ৩৩ মিনিটে। অনেকে হাওড়া থেকেও খেলা দেখতে আসবেন। তাঁদের কথা ভেবে ওইদিন রাত বারোটায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাবার মেট্রোও রাখা হচ্ছে। মেট্রো যাত্রীদের সকলে স্মার্ট কার্ড ব্যবহার করেন এমনটাও নয়।

তাঁদের কথা চিন্তা করে ওইদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এবং নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাউন্টারগুলি খোলা রাখারও সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।মেট্রো সূত্রে খবর, ২১ তারিখ মধ্যরাতে বিশেষ মেট্রো চালানোর জন্য সি এ বি এবং কলকাতা নাইট রাইডার্স-এর পক্ষ থেকে মেসার্স গেমপ্ল্যান্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষর কাছে আবেদন জানিয়েছিল। সেই আবেদন মেনেই এই সিদ্ধান্ত।

News Hub