রেশন দুর্নীতির ঘটনায় রেশন ডিলারকে প্রায় ৮ কোটি টাকা জরিমানা করল রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই দুর্নীতি চলেছে বলে অভিযোগ উঠেছে। তদন্তে নেমে দুর্নীতির প্রমাণ পেয়েছে খাদ্য সরবরাহ দপ্তর। এর জেরেই ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী মালদহের কালিয়াচক–৩ নম্বর ব্লকের ওই রেশন ডিলারকে শাস্তির মুখে পড়তে হল। জরিমানার পাশাপাশি ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে।
ওই রেশন ডিলারের নাম আশরাফুল ইসলাম। তাঁর বাড়ি বাংলাদেশ সীমান্ত লাগোয়া কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার সাহবানচক পঞ্চায়েতের মালতিপুরে। তিনি সাহবানচক পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতিও। অভিযোগ, তিনি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশনে দুর্নীতি করেছেন। তাঁর বিরুদ্ধে ১ হাজারের বেশি ভুয়ো রেশন কার্ড বানানোর অভিযোগ উঠেছে। এই সব রেশন কার্ডের মাধ্যমে তিনি রেশনের খাদ্য দ্রব্য তুলে বাজারে বিক্রি করতেন। এ প্রসঙ্গে মালদহের জেলা খাদ্য নিয়ামক শাশ্বতসুন্দর দাস বলেন, ‘সাহবানচকের একজনকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত ভুয়ো কার্ডের মাধ্যমে পণ্যসামগ্রী তোলার অভিযোগের প্রমাণ মিলেছে। ৭ কোটি ৮৫ লক্ষ ৬১ হাজার ৪৪ টাকা জরিমানার পাশাপাশি তাঁর ডিলারশিপ সাসপেন্ড করা হয়েছে।’
Advertisement
Advertisement
Advertisement



