কোচবিহারের দিনহাটার চৌধুরি হাট গ্রাম পঞ্চায়েতের ঝিকড়ি এলাকায় মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হল একটি মর্টার শেল। তার গায়ে লেখা রয়েছে ‘পাকিস্তান’। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিএসএফ জওয়ানরা। বম্ব স্কোয়াডের সদস্যরা এসে বোমাটি নিষ্ক্রিয় করে। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ।
বুধবার ঝিকড়ি এলাকায় নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ লোহার মতো কোনও জিনিসে এক শ্রমিকের কোদাল আটকে যায়। প্রথমে সেটা কী জিনিস তা বুঝে উঠতে পারেননি ওই শ্রমিক। পরে বুঝতে পেরে বাকি শ্রমিকদের জড়ো করেন। সকলে এসে দেখেন, মাটির নিচ থেকে একটি বোমার মতো জিনিস উঁকি দিচ্ছে। তারপর সকলে বুঝতে পারেন এটি সাধারণ কোনও বোমা নয়। সেনাবাহিনীর মর্টার শেল। এরপরই খবর দেওয়া হয় বিএসএফ–কে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোমাটি নিষ্ক্রিয় করে বিএসএফ–এর বম্ব স্কোয়াডের সদস্যরা।
Advertisement
মর্টার শেলের গায়ে পাকিস্তান লেখা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও অনেকের মতে, মুক্তিযুদ্ধের সময় ভারত–বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনেক মর্টার শেল ব্যবহার করা হয়েছিল। পাকিস্তানও সেই সময় এই ধরনের মর্টার শেল ব্যবহার করেছিল। উদ্ধার হওয়া মর্টার শেলটি সেই সময়কার হতে পারে।
Advertisement
এ প্রসঙ্গে দিনহাটার এসডিপিও ধীমান মিত্র জানান, নির্মাণের কাজ চলার সময় মাটির তলা থেকে এই মর্টার শেলটি উদ্ধার হয়েছে। পরে বিএসএফকে খবর দেওয়া হয়। তারা এসেই বোমাটি নিষ্ক্রিয় করে।
Advertisement



