খড়গপুর আইআইটির ডিরেক্টর পদে সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন অধ্যাপক সুমন চক্রবর্তী। তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী ডিরেক্টর অধ্যাপক অমিত পাত্র। অধ্যাপক চক্রবর্তী আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ার প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ হিসেবে তাঁর খ্যাতি বিশ্বজোড়া। দেশ ও বিদেশের নানা সম্মানে তিনি ভূষিত হয়েছেন।
ফ্লুইড মেকানিকস, বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং স্বাস্থ্য ক্ষেত্রে যুগান্তকারী প্রযুক্তি তৈরির জন্য খ্যাতি অর্জন করেছেন অধ্যাপক চক্রবর্তী। তাঁর আমলে খড়গপুর আইআইটি উৎকর্ষের চরম সীমায় পৌঁছবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানের অধ্যাপক, কর্মী এবং ছাত্রছাত্রীরা।