মানা হবে না কেন্দ্রের শর্ত, আবাসের বাড়ি দেওয়ার ক্ষেত্রে ‘মানবিক’ হওয়ার নির্দেশ মমতার
আবাস যোজনা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ নতুন নয়। এই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের জন্য বরাদ্দ আবাস যোজনার টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এই নিয়ে বারবার প্রতিবাদ জানিয়েছে শাসক দল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।