বৃহস্পতিবার বাঁকুড়া স্টেশনে ক্যামাক্ষা–বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের ব্রেক বাইন্ডিংয়ে আগুন লেগে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়র ও আধিকারিকেরা পৌঁছে মেরামত করার পর বেলা ১২ টা ১০ মিনিট নাগাদ গন্তব্যে রওনা দেয় ট্রেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১:৪২ নাগাদ কামাখ্যা-বেঙ্গালুরু এসি সুপারফাস্ট এক্সপ্রেস বাঁকুড়া স্টেশনে প্রবেশ করতেই একটি বগির নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন সেখানে অপেক্ষারত যাত্রীরা। এরপরই স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, কয়েক মাস আগে ব্যান্ডেল লোকালে আগুন লেগে আতঙ্ক সৃষ্টি হয়েছিল বৈদ্যবাটি স্টেশনে। তৎক্ষণাৎ ট্রেনটি থামানো হয়। রেল সূত্রে জানা যায়, প্যান্টোগ্রাফে ত্রুটির কারণে সেখান থেকে ধোঁয়া এবং আগুনের ফুলকি বের হচ্ছিল। বারবার এমন ঘটনায় রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
Advertisement
Advertisement
Advertisement



