জাতীয় শিক্ষানীতিতে পরিবর্তন আনার পর এবার মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার বোর্ড পরিবর্তনের জন্য ৭ রাজ্যকে সুপারিশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত চাপিয়ে সরাসরি রাজ্যের শিক্ষাব্যবস্থায় হস্তক্ষেপ করতে চাইছে। এই সাতটি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, অসম, কেরল, মণিপুর, ওড়িশা ও তেলেঙ্গানা। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিজন সরকার এমনটাই মনে করছেন।
তিনি বলেন, জাতীয় শিক্ষানীতির মতো রাজ্যের দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষাব্যবস্থাকে একই ছাতার তলায় আনলে প্রত্যেকটি রাজ্যের নিজস্বতা হারিয়ে যাবে। বাংলা যেমন তাদের মনীষীদের প্রাধান্য দিয়ে পড়াশোনা করতে চায়, অন্য রাজ্যও তেমন সেখানকার মনীষী ও বুদ্ধিজীবীদের গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থার পরম্পরা বজায় রাখতে চাই। সেক্ষেত্রে কেন্দ্র এই দুই শ্রেণীকে তাদের একই বোর্ডের তলায় আনলে কেন্দ্র তাদের নিজস্ব ইচ্ছা চাপিয়ে দেবে। এর ফলে বাংলার নিজস্বতা হারিয়ে যাবে।
Advertisement
Advertisement
Advertisement



