• facebook
  • twitter
Monday, 15 December, 2025

লেপ্টোস্পাইরোসিস চিকিৎসায় নয়া পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের

এসএসকেএম এবং ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনকে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালকে নোডাল সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র

লেপ্টোস্পাইরোসিস এবং ক্ষুদ্র পোকামাকড়ের কামড়ে স্ক্রাব টাইফাস থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য রাজ্যের স্বাস্থ্যদপ্তর বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। আক্রান্তদের পরীক্ষার জন্য জরুরি ভিত্তিতে নোডাল সেন্টারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অতীতে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি মাত্র নোডাল সেন্টার ছিল। কিন্তু একটি সেন্টারে ক্রমবর্ধমান রোগী সামলাতে হাসপাতালকে বেগ পেতে হচ্ছিল। তাই কলকাতার দু’টি হাসপাতাল এসএসকেএম এবং ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনকে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালকে নোডাল সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এই নতুন তিনটি সেন্টারের দায়িত্ব দেওয়া হয়েছে হাসপাতালের উপাধ্যক্ষদের। নোডাল সেন্টারের টেস্টিংয়ের জন্য আইজিএম অ্যালাইজা কিটের ক্ষেত্রে সাড়ে ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, নোডাল সেন্টারের জন্য এসএসকেএম হাসপাতালে ১ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের জন্য ১ লক্ষ ৯০ হাজার টাকা এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্য দেড় লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ইঁদুরের মূত্র কোনওভাবে পায়ে অথবা হাতে লাগলে লেপ্টোস্পাইরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষত্রে রোগীর শ্বাসকষ্ট ও তীব্র জ্বর হতে পারে। ঠিকমতো চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

Advertisement

Advertisement