• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

এক জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সীমান্তরক্ষী বাহিনীর ব্যারাকে। মৃত জওয়ানের নাম বিক্রম ধোবি (২৬)। তাঁর বাড়ি রাজস্থানে।

এক জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সীমান্তরক্ষী বাহিনীর ব্যারাকে। মৃত জওয়ানের নাম বিক্রম ধোবি (২৬)। তাঁর বাড়ি রাজস্থানে। তিনি বিএসএফের ১৬১ নম্বর ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন। মৃত জওয়ানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, নদিয়ার তেহট্ট থানার নিউ পাথরঘাটা বিএসএফ ক্যাম্পে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় রোল কলের সময় ওই জওয়ান অনুপস্থিত ছিলেন। রোল কলের পর তাঁর সহকর্মীরা ক্যাম্পের ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। তৎক্ষণাৎ তাঁকে নামিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ওই জওয়ান আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশের ধারণা। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের পর তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার সমস্ত রকম বন্দোবস্ত করছে বিএসএফ।