অর্থবর্ষের শুরুতেই থাকছে সরকারি ছুটি। তাই ২ এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থবর্ষের কাজ। বৃহস্পতিবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করায় শুক্রবার গোটা দিন কাজ হলেও বাড়তি কাজ নিয়ে সমস্যা হতে পারে বলে মনে করেছে অর্থদপ্তর। কারণ শনি ও রবিবারের পাশাপাশি ইদের জন্য ছুটি থাকবে সোম ও মঙ্গলবার। এই সমস্যার সুরাহা করতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দপ্তর। তাতে জানানো হয়েছে, শনিবার অতিরিক্ত কাজ করতে হবে অর্থ বিভাগের কর্মচারীদের। আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ শনিবারের মধ্যে শেষ করতে হবে। বিষয়টি নতুন নয়।
সরকারি নিয়ম অনুযায়ী, অর্থবছরের শেষ দিন যদি শনিবার অথবা রবিবার পড়ে তাহলে অর্থ বিভাগের আধিকারিকদের অতিরিক্ত কাজ করতে হয়। সেক্ষেত্রে ২৯ মার্চ শনিবার আর্থিক লেনদেনের কাজ চলবে। রাজ্য সরকার গত কয়েক বছরে অনলাইনেও আর্থিক লেনদেনের ব্যবস্থা করেছে। তাই সরকারি আধিকারিক বা কর্মচারীরা অনলাইনে ৩১ মার্চ রাত বারোটা পর্যন্ত আর্থিক লেনদেনের কাজ করতে পারবে। কিন্তু অফলাইনে কাজের ক্ষেত্রে অর্থ দপ্তর নির্দিষ্ট সময়সীমা জানিয়ে দিয়েছে। অফলাইনে শুক্রবার বিকেল চারটের মধ্যেই যাবতীয় আর্থিক কাজকর্ম শেষ করে ফেলতে হবে।
Advertisement
অর্থ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পর পর ছুটির কারণে আর্থিক বিষয়ক কাজে অসুবিধা হতে পারে। তাই অতিরিক্ত কাজ সামলাতে শনিবার কাজের নির্দেশ দেওয়া হয়েছে। অফলাইনে কাজ শেষ হওয়ার ক্ষেত্রে সামান্য চাপ থাকলেও অনলাইনে কাজে সমস্যা হওয়ার কথা নয়। সবাইকে সময়মতো নিজ দায়িত্বের কাজ সমাপ্তির বার্তা পাঠানো হয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ আর্থিক বিষয় জড়িত থাকায় এ বিষয় কড়াকড়ি করেছে অর্থ দপ্তর।
Advertisement
Advertisement



