• facebook
  • twitter
Wednesday, 30 July, 2025

সরকারি দপ্তরে কমল আর্থিক অনুমোদন

২০২৩-এর নির্দেশিকায় এই ঊর্ধ্বসীমা ছিল ৫ কোটি টাকা। সুন্দরবন উন্নয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন, এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর সর্বোচ্চ ১ কোটি টাকা অনুমোদন পেতে পারে।

ফাইল চিত্র

সরকারি বিভিন্ন দপ্তরের সচিবরা নানান প্রকল্পের জন্য আর্থিক আবেদন জানালে সর্বোচ্চ কত টাকা অনুমোদন পাবেন সেই তথ্য জানিয়ে, রাজ্য সরকারের তরফ থেকে সোমবার একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ২০২৩-এর সরকারি নির্দেশিকায় সংশোধন এনে একটি নতুন নির্দেশিকা তৈরি করা হয়েছে।

এই নতুন নির্দেশিকা অনুযায়ী, সেচ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পূর্ত, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, পুর ও নগরোন্নয়নের মতন কয়েকটি দপ্তরকে সরকার যে কোনো নতুন বা পুরোনো প্রকল্পের জন্য সর্বোচ্চ ৩ কোটি টাকার অনুমোদন দিতে পারবে। ২০২৩-এর নির্দেশিকায় এই ঊর্ধ্বসীমা ছিল ৫ কোটি টাকা। সুন্দরবন উন্নয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন, এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর সর্বোচ্চ ১ কোটি টাকা অনুমোদন পেতে পারে। ২০২৩-এর নির্দেশিকায় এই ঊর্ধ্বসীমা ছিল ৩ কোটি টাকা।

আবাসন, তথ্যসংস্কৃতি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের ক্ষেত্রে অনুমোদন পাওয়া যাবে ৭৫ লক্ষ টাকার। অন্যান্য আরও কিছু দপ্তরের ক্ষেত্রে ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে। অর্থবিভাগের প্রধান প্রভাত কুমার মিশ্র এই নির্দেশিকায় সই করেছেন এবং স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে অর্থ অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট দপ্তরের উপদেষ্টার শিলমোহর অত্যন্ত জরুরি।