• facebook
  • twitter
Sunday, 3 August, 2025

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ, শুভেচ্ছা মমতার

তিনি দক্ষিণ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। তিনি বিবাহবিচ্ছিন্না। তাঁর একমাত্র ছেলে সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত।

বিয়ের পিঁড়িতে দিলীপ, শুভ পরিণয়ের অপেক্ষায় পাশেই রিঙ্কু।

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার বিকেলে নিউটাউনের ফ্ল্যাটে ঘরোয়া ও অনাড়ম্বর একটি অনুষ্ঠানে বিয়ে করেছেন তিনি। বিয়ের আগে শুক্রবার বিকেলে দিলীপ ঘোষের বাড়িতে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের হাত দিয়ে শুভেচ্ছা পত্রের পাশাপাশি ফুল ও মিষ্টিও পাঠিয়েছেন তিনি।
নববধূর নাম রিঙ্কু মজুমদার। তিনি দক্ষিণ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। তিনি বিবাহবিচ্ছিন্না। তাঁর একমাত্র ছেলে সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহলের দাবি, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপকে প্রথম বিয়ের প্রস্তাব দেন রিঙ্কু। প্রথমে রাজি না হওয়ায় পরে মায়ের জোরাজুরিতে রাজি হয়ে যান ৬১ বছরের দিলীপ।
দিলীপ ঘোষ আরএসএসের প্রচারক হিসেবে বঙ্গ রাজনীতিতে পদার্পণ করেছিলেন। জীবনের এতগুলো বছর তিনি শুধুমাত্র রাজনীতি ও সমাজসেবায় নিয়োজিত থেকেছেন। তাই দিলীপের বিয়ের সিদ্ধান্ত ভালোভাবে দেখেনি সঙ্ঘ পরিবার ও বিজেপির একাংশ। সূত্রে খবর, বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার জন্য তাঁর উপর চাপও তৈরি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি।
শুক্রবার সকালেই দিলীপকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে এসেছিলেন দলের নেতানেত্রীরা। তাঁদের মধ্যে ছিলেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় সহ অনেকে। দিলীপের হাতে তাঁরা প্রত্যেকে ফুল, মিষ্টি ও উপহার তুলে দিয়েছেন। দিলীপও প্রত্যেককে প্রতি উপহার দিয়েছেন। এরপর দুপুরে নবান্ন থেকে দিলীপের নিউটাউনের বাড়িতে আসেন এক পুলিশ আধিকারিক। হবু বরের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা পত্র ও ফুল মিষ্টি তুলে দেন তিনি। এরপর সন্ধ্যায় বিজেপি নেত্রী রিঙ্কুর সঙ্গে আইনি মতে বিয়ে সাড়েন দিলীপ।

প্রসঙ্গত আর পাঁচটা বিয়ের মতো ঘটা করে দিলীপ বরযাত্রী নিয়ে পাত্রীর বাড়িতে বিয়ে করতে যাননি। বরং এখানে ঘটেছে উলটপুরাণ। রিঙ্কুই কনেযাত্রী নিয়ে দিলীপকে বিয়ে করতে গেলেন। ১৫জন কনে যাত্রী নিয়ে রীতিমতো বধূর বেশে হাজির হন নিউটাউনে পাত্রের বাড়িতে। সেখানে একটি আবাসনে তিনি বৃদ্ধা মাকে নিয়ে থাকেন। এবার আরও একজন সদস্য বাড়তে চলেছে। দিলীপের পক্ষ থেকে রয়েছেন পরিবার এবং ঘনিষ্ঠ বেশ কয়েকজন। খুব সাদামাটাভাবে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে।

এদিন সাদা ধুতি আর পাঞ্জাবি পরে বিয়ের আসরে দিলীপ। বৈদিক মতে তাঁরা বিয়ে সারছেন। পাশেই রয়েছেন পাত্রী রিঙ্কু। তাঁর সাজ একেবারেই সাবেকী। পরনে লাল বেনারসী, মাথায় শোলার মুকুট, কপালে ছোট টিপ, মাথায় লাল ওড়না পরা রিঙ্কু। রিঙ্কুর সঙ্গে এসেছেন কয়েক জন কনেযাত্রী।