• facebook
  • twitter
Friday, 15 August, 2025

কলকাতায় বিধ্বংসী আগুন, বোলপুরে অগ্নিকান্ডে মৃত ২, জখম ৫

আগুনে ঝলসে প্রাণ হারান ওই দুইজন

প্রতিনিধিত্বমূলক চিত্র

বোলপুরে বিধ্বংসী অগ্নিকান্ড। ঘটনার জেরে মৃত্যু হয়েছে স্বপন নন্দী (৬৮) ও অঞ্জু নন্দী (৬২) নামে দু’জনের। আহত হয়েছেন দুই শিশু সহ পাঁচজন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ বোলপুরের বাঁধগোড়ায় সাঁঝবাতি নামের একটি আবাসনের দু’তলায় আগুন লাগে৷ আগুনে ঝলসে প্রাণ হারান ওই দুইজন। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের কাছে বড় কোন ল্যাডার ছিল না৷ বাঁশের তৈরি সিঁড়ি, অর্থাৎ মই দিয়ে বেয়ে কোনও রকমে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসিতে বিস্ফোরণের জেরে এই অগ্নিকান্ড। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

এদিকে কলকাতার তারাতলাতেও আরও একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানকার কেপিটি কলোনির পাশের বস্তিতে বহু ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মেয়র ফিরহাদ হাকিম। কথা বলেন দমকল কর্মীদের সঙ্গে। সূত্রের খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।