ধানের ৮০ শতাংশ দানা পেকে গেলে কৃষকদের দ্রুত ধান তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কাটা ধান জমিতে ফেলে না রাখার কথাও জানানো হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, ধান কাটার কাজ দ্রুত সম্পন্ন করতে সুযোগ থাকলে কম্বাইন হারভেস্টার মেশিনের সাহায্য নিতে পারেন কৃষকরা। পাশাপাশি অন্যান্য পাকা সবজি ও ফল মাঠে থাকলে তা–ও দ্রুত তুলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। মাঠে জল নিকাশির ব্যবস্থা ঠিক রাখতে চাষিদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এদিন বিজ্ঞপ্তিতে কৃষকদের উদ্দেশে মন্ত্রী শোভনদেবের বার্তা, সবজির মাঁচা ও পান বরজের চারদিক শক্ত করে বেঁধে দিন, যাতে সেগুলি ভেঙে না পড়ে। পাশাপাশি আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত জমিতে কোনও রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা পরিস্থিতির উপর নিজে নজর রাখছেন শোভনদেব চট্টোপাধ্যায়। দপ্তরের কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন তিনি। জেলা ও ব্লক প্রশাসনগুলির সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ।