• facebook
  • twitter
Monday, 15 December, 2025

বাংলায় করোনার থাবা, আক্রান্ত ভর্তি ছিলেন হাসপাতালে

দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। দক্ষিণের বিভিন্ন রাজ্যে সংক্রমণ ঊর্ধ্বমুখী। এরই মধ্যে পশ্চিমবঙ্গে একজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।

ফাইল চিত্র

দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। দক্ষিণের বিভিন্ন রাজ্যে সংক্রমণ ঊর্ধ্বমুখী। এরই মধ্যে পশ্চিমবঙ্গে একজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যদিও তিনি এখন করোনামুক্ত।  রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষায় জানা যায়, তিনি কোভিড-১৯-এ আক্রান্ত। আইসোলেশনে এক সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়। আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে খবর।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭০ পেরিয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। সূত্রের খবর, মুম্বইতে কমপক্ষে ১৬ জন করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। রাজধানী দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে ২৩ জন নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Advertisement

দেশে ধীরে ধারে প্রবেশ করছে বর্ষা। জ্বর, সর্দি, কাশি ঘরে ঘরে। এই আবহে হঠাৎ করে কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে। শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রাজ্যের সমস্ত জেলায় পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সাধারণ মানুষকে প্রয়োজনে মাক্স পরার পরামর্শ দিয়েছেন তিনি। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানিয়েছেন এখন পর্যন্ত ২৩ জন বাসিন্দা কোভিডের শিকার। তিনি বলেন, ‘হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক করেছি। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সরকার আটজনকে নিয়ে উচ্চপর্যায়ের দল গঠন করেছে।’

Advertisement

Advertisement