• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

মুখ্যমন্ত্রীর গানের কনসার্ট

শিল্প সম্মেলনের উদ্বোধনী সঙ্গীত মমতাই লিখেছেন। এই গান দিয়েই এবার শিল্প সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এ বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সঙ্গীতও মুখ্যমন্ত্রী ভাবনায় তৈরি করা হয়েছে। 

ফাইল চিত্র

মুখ্যমন্ত্রীর গান নিয়ে এই প্রথমবার কোনও কনসার্ট হতে চলেছে। জানা গিয়েছে, ১২ জানুয়ারি রাজডাঙা খেলার মাঠে এই বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্টটি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ৩২টি গান নিয়ে হবে। গান গাইবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, অরিত্র, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য সহ বিখ্যাত শিল্পীরা।
কাজের ব্যস্ততার মধ্যেও গান লেখেন ও সুর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজো ইত্যাদি বিভিন্ন উৎসব উপলক্ষ্যে গান লিখেছেন মমতা। সম্প্রতি ক্রিস্টমাস উপলক্ষ্যেও তিনি গান লিখেছেন। গত ১৯ ডিসেম্বর অ্যালেন পার্কে ক্রিস্টমাস কার্নিভালের উদ্বোধন করে একথা জানান মুখ্যমন্ত্রী। এই গানের সুরও দেন তিনি নিজেই। গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এবারের শিল্প সম্মেলনের উদ্বোধনী সঙ্গীত মমতাই লিখেছেন। এই গান দিয়েই এবার শিল্প সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এ বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সঙ্গীতও মুখ্যমন্ত্রী ভাবনায় তৈরি করা হয়েছে।
 মুখ্যমন্ত্রীর প্রায় সব গানই জনপ্রিয়তার শিখরে। মহালয়ায় রিলিজ হওয়া তাঁর গান পুজোর মধ্যেই ইউটিউবে মিলিয়ন ভিউস ছাড়িয়ে গিয়েছিল। তবে এই প্রথম তাঁর গান এক মঞ্চে শোনার সুযোগ পাওয়া যাবে। ১২ জানুয়ারি রাজডাঙা খেলার মাঠে আয়োজিত হবে মমতার গানের কনসার্ট। কনসার্টের উদ্যোক্তা হলেন বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ। তিনি জানান, মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি থাকছে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

Advertisement

Advertisement