• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলিকে জনসচেতনতামূলক অনুষ্ঠান ছাড়া সাইরেন না বাজানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র

বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলিকে অনুরোধ করা হচ্ছে, আপনারা যে কোনও অনুষ্ঠানে সিভিল ডিফেন্স এয়ার রেড সাইরেনের শব্দ ব্যবহার করবেন না।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বৈদ্যুতিন সংবাদমাধ্যমে জনসচেতনতামূলক অনুষ্ঠান ছাড়া যখন তখন সাইরেন না বাজানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার জানিয়েছে,  যখন তখন সাইরেন বাজালে সাধারণ মানুষের কাছে এই আওয়াজের গুরুত্ব কমতে থাকবে। ফলে বিপদের সময় সাইরেনের সঙ্কেত বুঝতে পারবে না। ফলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ভারতের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলি সাইরেনের শব্দ ব্যবহার করছে। শনিবার এক বিবৃতি দিয়ে সাইরেন না বাজানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র।  এদিন দমকল বিভাগ, সিভিক ডিফেন্স এবং হোম গার্ড এবিষয়ে ১৯৬৮ সালের সিভিল ডিফেন্স আইনের কথা উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলিকে অনুরোধ করা হচ্ছে, আপনারা যে কোনও অনুষ্ঠানে সিভিল ডিফেন্স এয়ার রেড সাইরেনের শব্দ ব্যবহার করবেন না। এই শব্দ শুধু সাধারণ মানুষকে সচেতন করার কোনও অনুষ্ঠানে ব্যবহার করতে পারেন।‘

Advertisement

আরও বলা হয়েছে, ‘সাইরেনের শব্দের নিয়মিত ব্যবহার এই বিশেষ শব্দের প্রতি নাগরিকদের সংবেদনশীলতা কমিয়ে দিতে পারে। তাঁরা ভাবতে পারেন, সাইরেন খুব স্বাভাবিক নিত্যনৈমিত্তিক বিষয়‘।

Advertisement

জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমশ অবনতি হয়েছে। ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। ভারতের তরফে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমে প্রত্যাঘাত করে জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছে। পাকিস্তান এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করে পাল্টা প্রত্যাঘাত করেছে। তাদের দাবি, ভারতের হামলায় পাকিস্তানের সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে। গত কয়েক দিন ধরেই উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। এই পরিস্থিতিতে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলিকে সতর্ক হতে বলল কেন্দ্র।

Advertisement