আগামী বৃহস্পতিবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে সব মন্ত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবারের বদলে বুধবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক আয়োজিত হবে। আগামী দুই সপ্তাহ ধরে দুই মেদিনীপুরে বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এই ঠাসা কর্মসূচির মাঝে তাই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনা হয়েছে বলে খবর নবান্ন সূত্রে। তবে বৈঠকের সূচি কেন পরিবর্তিত হল সে বিষয়ে মন্ত্রীদের কিছু জানানো হয়নি।
সোমবার শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি যান মেদিনীপুরে। মঙ্গলবার গোয়ালতোড়ে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। এরপর তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন। সেখানে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতেও যোগদান করবেন মমতা। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে। বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের ডাক দেওয়া হয়েছে। নতুন করে কর্মসূচি সাজিয়ে মন্ত্রীদের বৈঠকে যোগদানের প্রস্তুতি নিতে বলেছে নবান্ন।
Advertisement
আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষ্যে সোমবারই দিঘায়ে পৌঁছে যাওয়ার কথা তাঁর। মঙ্গলবার মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে একটি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে যোগ দিতে পারেন মমতা। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার। সেই কারণ মমতা নিজে দিঘার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নজরদারি চালাবেন বলে জানা গিয়েছে। সেই কারণে আগে থেকে মন্ত্রিসভার বৈঠক সেরে ফেলতে চাইছেন তিনি।
Advertisement
Advertisement



