• facebook
  • twitter
Monday, 15 December, 2025

সিবিআই-এর তদন্তকারী অফিসারের জবাবদিহি চাইল আলিপুর আদালত

আরজি কর দুর্নীতি মামলা

ফাইল চিত্র

নিম্ন আদালতকে ফাঁকি দেওয়ার জন্য বৃহস্পতিবার আলিপুর আদালতে সিবিআই এজলাসে বড়সড় প্রশ্নের মুখে পড়লো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্যের উচ্চ আদালতের নির্দেশে আরজি কর মামলার তদন্তভার পেয়েছে সিবিআই। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ দিয়ে তদন্তের সূত্রপাত হলেও পরবর্তী সময়ে আর্থিক দুর্নীতির তথ্য-সুত্র বেরিয়ে আসে। সেই মামলায় এবার কার্যত নজিরবিহীন নির্দেশ আদালতের। সিবিআই-এর তদন্তকারী অফিসারকেই শোকজ করল আলিপুর সিবিআই আদালত।

আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কিন্তু তাঁর নামে চার্জ ফ্রেম করা যাচ্ছিল না। আসলে স্বাস্থ্যভবন অনুমোদন না দেওয়ায় চার্জ ফ্রেম করা যাচ্ছিল না। সম্প্রতি সেই অনুমোদন দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। কিন্তু আলিপুর বিশেষ সিবিআই আদালতে সেই তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ সিবিআই-এর বিরুদ্ধে। রাজ্যের অনুমতি পাওয়ার পরও কেন সিবিআই আদালতে জানানো হল না? তা নিয়েই প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই-কে।

Advertisement

এদিন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক তদন্তকারী অফিসারকে শোকজ নোটিস দিয়েছেন। নিম্ন আদালতকে এড়িয়ে কেন ওই তথ্য হাইকোর্টকে জানানো হল, তা নিয়ে ক্ষুব্ধ আলিপুর সিবিআই আদালতের বিচারক। ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব তলব করা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আদালত। উল্লেখ্য, আরজি কর খুন-ধর্ষণ মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। ৯০ দিনের মাথাতেও সিবিআই চার্জশিট দিতে না পারায়, জামিন পেয়ে যান সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এবার আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্রুত বিচার শুরু হচ্ছে আলিপুর আদালতের সিবিআই এজলাসে।

Advertisement

Advertisement