অজয় এডওয়ার্ডের নেতৃত্বে পাহাড়ে আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দলের
২০২১ সালের ২৫ নভেম্বর জিএনএলএফ ভেঙে মিরিকে পথচলা শুরু করেছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। ২০২২-এ দার্জিলিং পুরসভা দখল করে এই দল। যদিও পরে দল ভাঙিয়ে পুরবোর্ড দখল করে বিজিপিএম। শনিবার সেই হামরো পার্টিই ভেঙে দেওয়া হয়।