জিকার ভয়ে আতঙ্কিত কর্ণাটক  

Written by Sunita Das November 2, 2023 5:59 pm

বেঙ্গালুরু, ২ নভেম্বর: কর্ণাটকের চিকাবল্লভপুরে এক ব্যক্তির শরীরে ধরা জিকার সংক্রমণ ধরা পড়তেই আতঙ্কে কাটা কর্ণাটক৷ স্বাভাবিক ভাবেই সতর্ক স্বাস্থ্য কর্তৃপক্ষ৷ চিকাবল্লভপুরের জেলা স্বাস্থ্য আধিকারিক এস এস মহেশ জানিয়েছেন, একশোটি নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে৷ এর মধ্যে ৬টি নমুনা চিকাবল্লভপুরের৷ কিন্ত্ত একটি নমুনার মধ্যেই পাওয়া গিয়েছে জিকা ভাইরাস৷ ইতিমধ্যেই ৩০ জন অন্তঃসত্ত্বা ও সাতজন ব্যক্তি, যাঁদের জ্বর রয়েছে তাঁদের নমুনাও পাঠানো হয়েছে পরীক্ষার জন্য৷ তিনি জানিয়েছেন, ওই এলাকায় যাঁদেরই শরীরে উচ্চ তাপমাত্রা দেখা দেবে তাঁরা যেন পরীক্ষা করিয়ে নেন৷
উল্লেখ্য, জিকা মশাবাহিত ভাইরাস৷ মূলত এডিস মশার কামড় থেকে মানুষের শরীরে ছড়ায় এই ভাইরাসটি৷ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো ভাইরাসও বহন করে এই মশাই৷ কোন কোন লক্ষণ দেখা যায় আক্রান্তদের মধ্যে? মূলত জ্বর, চুলকুনি, কনজাংটিভাইটিস, পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, মাথাব্যথার মতো নানা উপসর্গ জিকা ভাইরাসের লক্ষণ হতে পারে বলে মনে করা হচ্ছে৷
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, আক্রান্ত হওয়ার পরে অনেক সময়ই ২ থেকে ৭ দিন পর্যন্ত কোনও উপসর্গ দেখা যায় না৷