• facebook
  • twitter
Wednesday, 7 January, 2026

বল্লারি হিংসা নিয়ে কেন্দ্রীয় তদন্তের দাবি কুমারস্বামীর

‘বাল্মিকী মূর্তি বসানোর অনুমতি ছিল না’ বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

কর্ণাটকের বল্লারিতে সাম্প্রতিক হিংসার ঘটনায় কেন্দ্রীয় তদন্তের দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তাঁর অভিযোগ, প্রশাসনের স্পষ্ট অনুমতি ছাড়াই বাল্মিকী মূর্তি স্থাপনের চেষ্টা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়। ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত না হলে সত্য সামনে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

কুমারস্বামী বলেন, ‘বাল্মিকী মূর্তি বসানোর কোনও অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও নিয়ম ভেঙে কর্মসূচি নেওয়া হয়েছিল। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করায় আইনশৃঙ্খলার অবনতি ঘটে।’ তাঁর দাবি, ঘটনার নেপথ্যে কারা উসকানি দিয়েছে, কারা পরিকল্পিতভাবে অশান্তি ছড়িয়েছে, তা জানার জন্য কেন্দ্রীয় তদন্ত জরুরি।

Advertisement

এই হিংসায় একাধিক যানবাহন ভাঙচুর, দোকানপাটে আগুন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। আহত হয়েছেন সাধারণ মানুষ ও পুলিশ কর্মীরাও। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়।

Advertisement

কুমারস্বামীর অভিযোগ, রাজ্য প্রশাসন আগাম সতর্কতা নিতে ব্যর্থ হয়েছে। তাঁর কথায়, ‘যেখানে অনুমতি নেই, সেখানে এমন জমায়েত কীভাবে হল, সেই প্রশ্নের উত্তর রাজ্য সরকারকে দিতে হবে।’ তিনি আরও বলেন, বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলে রাজ্যের উপর মানুষের আস্থা নষ্ট হবে।

কুমারস্বামীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। শাসক শিবিরের একাংশের দাবি, কুমারস্বামী রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় তদন্তের কথা তুলছেন। অন্যদিকে, বিরোধীদের বক্তব্য, ঘটনার নিরপেক্ষ তদন্ত ছাড়া দোষীদের চিহ্নিত করা সম্ভব নয়।

প্রসঙ্গত, এই ঘটনাকে কেন্দ্র করে বল্লারির সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ স্পষ্ট। তাঁদের অভিযোগ, রাজনৈতিক টানাপোড়েনের জেরেই বারবার সাধারণ মানুষকেই ভুগতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

Advertisement