উচ্চমাধ্যমিক পাস যুবকদের জন্য যোগী সরকারের বিশেষ প্রকল্প!

Written by SNS October 26, 2023 10:25 am

উত্তরপ্রদেশ:- গোরক্ষপুরের মদনমোহন মালব্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সূত্রে খবর, যাঁদের কর্মসংস্থান নেই, তাঁদের পিএম-সিএম ইন্টার্নশিপ স্কিম প্রযোজ্য। এই প্রকল্পের অধীনে যুবকদের শিল্পে প্রশিক্ষণের পাশাপাশি বৃত্তি দেওয়া হয়। উত্তরপ্রদেশ সরকার জনকল্যাণমূলক অনেকগুলি প্রকল্প চালায়। এর মধ্যে একটি হল ইউপি ইন্টার্নশিপ যোজনা। এর অধীনে বিভিন্ন কাজ শেখার পাশাপাশি যুবকদের ২৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে হাজার টাকা রাজ্য সরকার এবং ১৫০০ টাকা কেন্দ্রীয় সরকার দেয়। জানা গিয়েছে, ইউপি ইন্টার্নশিপ স্কিমে ইন্টারমিডিয়েট থেকে উঁচু শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা যুবক-যুবতীরা এর জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ৬ মাস থেকে ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হয়। এর আসল উদ্দেশ্য হল উত্তর প্রদেশের যুবকদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা। এই প্রকল্পের ২০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। শুধুমাত্র উত্তর প্রদেশের যুবকরাই এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। সূত্রের খবর, এই প্রকল্পের সুবিধা নিতে গেলে যে জিনিসগুলি অতি প্রয়োজনীয়, সেগুলি হল আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, আয়ের শংসাপত্র, ঠিকানার প্রমাণ, নম্বর শিট, ছবি এবং ব্যাঙ্কের বিবরণ। এই স্কিমের জন্য অনলাইন এবং অফলাইন উভয়েই আবেদন করা যায়। অফলাইনের জন্য আবেদনকারীকে কর্মসংস্থান অফিস বা কর্মসংস্থান মেলায় গিয়ে আবেদন করতে হবে। আর অনলাইনের জন্য https://sewayojan.up.nic.in/-এ যেতে হবে। এখানে গিয়ে ইউপি ইন্টার্নশিপ স্কিমে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণের পরে নথি সংযুক্ত করতে হবে। সবশেষে সাবমিট করতে হবে। তারপরেই আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।