জল বিভাগে বড়ো পরিবর্তন আনতে চলেছেন যোগী আদিত্যনাথ।

Written by SNS August 29, 2023 11:21 am

উত্তরপ্রদেশ:- জল বিভাগে বড়ো পরিবর্তন আনতে চলেছেন যোগী আদিত্যনাথ। জল বিভাগকে দ্রুত উন্নতি করার নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ। এই বিষয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। আর সেখানেই এই নির্দেশ দেন তিনি। আর এই সংস্থা গঠন হলে উত্তরপ্রদেশের মানুষের অনেক উপকার হবে বলে আশা করা যাচ্ছে। সবকিছু দেখেই এই বিষয়ে গঠন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  এই বিষয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। সেখানে যোগী সরকারের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। আর সেখানে ইনল্যান্ড ওয়াটারওয়েজ- গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সূত্রের খবর। সূত্রের খবর, ইনল্যান্ড ওয়াটারওয়েজ-এর গঠনের বিষয়ে আলোচনার সময় যোগী বলেন, এই কমিটির চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান পদে বিশিষ্ট বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া উচিত। এমনকি রাজ্যের পরিবহন কমিশনারকে এর সিইও হিসাবে মনোনীত করা উচিত বলেও জানান তিনি। আধিকারিকরা জল পরিবহণ এবং পর্যটন সংক্রান্ত সমস্ত কাজ রেগুলার মনিটারিং করবে বলেও নির্দেশ যোগীর। এই কমিটি অর্থাৎ ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির কাজ হবে উত্তরপ্রদেশের নদীগুলিতে চলা লঞ্চ সহ অন্যান্য জল পরিবহণ ব্যবস্থাগুলিকে নজর রাখা। শুধু তাই নয়, আরও পরিবহণ ব্যবস্থাকে কীভাবে ঢেলে উন্নত করা যায় সে বিষয়টিও নজর রাখতে হবে এই কমিটিকে। এমনকি নদীপথেও পর্যটক বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।