• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উৎসবের মুখে নারী শক্তি মিশন বড় ঘোষণা যোগী আদিত্যনাথের।

উত্তরপ্রদেশ:- যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মেয়েদের উন্নয়নে একের পর এক কাজ করে চলেছেন তার মধ্যে অন্যতম হল নারী শক্তি মিশন। এই নিয়ে চতুর্থ দফায় নারী শক্তি মিশন শুরু করলেন যোগী আদিত্যনাথ। লখনউয়ে এই প্রকল্পের সূচনা করেন তিনি। সূত্রের খবর, নারী উন্নয়নে শোভাযাত্রার সূচনার মধ্য দিয়েই চতুর্থ দফায় এই প্রকল্পের সূচনা করলেন তিনি। মহিলাদের উন্নয়নের বার্তা তুলে

উত্তরপ্রদেশ:- যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মেয়েদের উন্নয়নে একের পর এক কাজ করে চলেছেন তার মধ্যে অন্যতম হল নারী শক্তি মিশন। এই নিয়ে চতুর্থ দফায় নারী শক্তি মিশন শুরু করলেন যোগী আদিত্যনাথ। লখনউয়ে এই প্রকল্পের সূচনা করেন তিনি। সূত্রের খবর, নারী উন্নয়নে শোভাযাত্রার সূচনার মধ্য দিয়েই চতুর্থ দফায় এই প্রকল্পের সূচনা করলেন তিনি। মহিলাদের উন্নয়নের বার্তা তুলে ধরে এই বিভিন্ন এলাকায় পরিক্রমা করবে এই শোভা যাত্রা। প্রায় ৭৫টি জেলায় ঘুরবে যোগীর নারী শক্তি মিশনের ব়্যালি। জানা গিয়েছে, সেখানে মহিলাদের স্বনির্ভরতা, সুরক্ষা সহ একাধিক বিষয়ে বার্তা দেওয়া হবে। শুধু নারী কল্যাণ নয় মেয়েদের জনসংখ্যা বৃদ্ধি নিয়েও কথা বলা হবে এই ব়্যালিতে। একাধিক পরিবারে এখনও কন্যাশিশু জন্মালে তাদের হত্যা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কন্যা শিশুদের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প শুরু করেছেন। সেই প্রকল্পের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। সেকারণে সেই প্রকল্পের প্রচারও করা হচ্ছে এই শক্তি মিশল ব়্যালিতে। সেই সঙ্গে নারী কল্যাণে রাজ্য সরকার যেসব প্রকল্প রয়েছে তার প্রচারও করা হবে। সেই তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা, মুখ্যমন্ত্রী জননী সুরক্ষা যোজনা, মুখ্যমন্ত্রী বিবাহ যোজনা। অর্থাৎ সব বয়সের মেয়েদের জন্য একাধিক প্রকল্প তৈরি করেছে যোগী সরকার। সেসব সম্পর্কে রাজ্যের নারীদের সচেতন করকতেই এই মিশন শক্তি চতুর্থ দফায় শুরু করা হয়েছে। যাতে তাঁরা নিজেদের সুযোগ সুবিধা নিয়ে সচেতন হতে পারে।

Advertisement

Advertisement