দিল্লি, ১২ ডিসেম্বর – চলন্ত ট্রেনে হৃদরোগে আক্রান্ত হওয়ায় উপাচার্যকে তড়িঘড়ি বিচারকের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান পড়ুয়ারা। অ্যাম্বুলেন্স না পাওয়ায় বাধ্য হয়ে এক বিচারকের গাড়ি ব্যবহার করতে হয় তাঁদের। পড়ুয়াদের মানবিক মুখ দেখা গেলেও, মানবিকতার পরিচয় মেলেনি ওপর তরফ থেকে । পড়ুয়াদের বিরুদ্ধে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ এনে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।
এই নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পড়ুয়ারা। অবশেষে অজ্ঞাত পরিচয় পড়ুয়াদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। চাবি ও গাড়ি যদি পড়ুয়ারা ফেরত দিত, তাহলে এফআইআর দায়ের করা হত না বলে জানিয়েছেন গোয়ালিয়র পুলিশের এক কর্তা।
Advertisement
দিল্লিতে একটি শিক্ষামূলক অনুষ্ঠান শেষে উপাচার্য-সহ পড়ুয়ারা ফিরছিলেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। পড়ুয়াদের এখনও সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্তা। পড়ুয়ারা উপাচার্যের প্রাণ বাঁচানোর চেষ্টায় যে কোন উপায়ে সচেষ্ট হন। কিন্তু তা সফল হয়নি। উপরন্তু হেনস্থার শিকার হতে হল তাঁদের।
Advertisement
Advertisement



