• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুলিশের হাতে গ্রেফতার দু জন সন্দেহভাজন,ছক কষছিল ডাকাতির 

  দুর্গাপুর ,১৪ ফেব্রুয়ারি — সোমবার মাঝরাতে মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাল‍্যের মোড়ে দুজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এলাকা টহল দেওয়ার সময় পুলিশের তাদের দেখে সন্দেহ হয়  ।সেই মুহূর্তেই দু’জনকেই আটক করে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। এবং  তাজ্জব হয়ে যায় পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি খেলনা পিস্তল। জিজ্ঞাসাবাদে করতেই জানা যায়, ওই দুই দুষ্কৃতী

  দুর্গাপুর ,১৪ ফেব্রুয়ারি — সোমবার মাঝরাতে মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাল‍্যের মোড়ে দুজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এলাকা টহল দেওয়ার সময় পুলিশের তাদের দেখে সন্দেহ হয়  ।সেই মুহূর্তেই দু’জনকেই আটক করে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। এবং  তাজ্জব হয়ে যায় পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি খেলনা পিস্তল।

জিজ্ঞাসাবাদে করতেই জানা যায়, ওই দুই দুষ্কৃতী এই খেলনা বন্দুক দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ডাকাতির ছক করেছিল। ধৃত দুজনের নাম রিয়াজ মণ্ডল ও মনোজ কাহার। দুজনের বাড়ি আঁকিপুর ও শীতুলিয়া গ্রামে।

Advertisement

পরে তল্লাশি চালিয়ে আরও একটি আসল ওয়ান শাটার ও গুলি উদ্ধার করে পুলিশ। দুই দুষ্কৃতীকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Advertisement

 

Advertisement