বাড়িতে ট্রাই করে দেখুন ছানার পরোটা।

Written by SNS November 4, 2023 12:02 pm

ছুটির দিনে সবারই একটু অন্যরকম খেতে ইচ্ছা করে। আর ছুটির দিনে বেশির ভাগ বাড়িতেই লুচি পরোটা হয়ে থাকে। এবার বাড়িতেই সকলের জন্যে বানিয়ে ফেলুন ছানার পরোটা আর সঙ্গে নতুন আলুরদম। ছানায় ক্যালশিয়াম ও ভিটামিন ডি থাকে, যা হাড়ের জন্য খুবই ভালো। এতে হাড়ও মজবুত থাকে। এটি ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাও কমায়। ছানায় ভিটামিন ডি-এর উপস্থিতির জন্যই আবার অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যও খুবই উপকারি। ছানায় প্রোটিনের মাত্রা বেশ ভালো থাকে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ছানার পরোটা কিভাবে তৈরি করবেন।
উপকরণ:-
•এক কাপ ছানা
•৫০০ গ্রাম ময়দা
•হাফ চা চামচ আদা বাটা
•হাফ চা চামচ হলুদ গুঁড়ো
•হাফ চা চামচ জিরে গুঁড়ো
স্বাদ মতো নুন
পরিমাণমতো তেল
প্রণালি:- বাড়িতে দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিতে পারেন। আবার মিষ্টির দোকান থেকেও ছানা কিনে আনতে পারেন। এবার কড়াইতে তেল গরম করে নিন। তাতে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিন। এতে জল ঝরিয়ে রাখা ছানা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর ময়দা মেখে নিন নরম করে নিতে হবে। ময়দার মন্ড থেকে ছোটো ছোটো লেচি কেটে তার ভিতরে ছানার পুর ভরে নিন। এবার সবকটা পুর ভরা লেচি পরোটার আকারে বেলে নিন। কড়াইতে তেল গরম করে সবকটা পরোটা ভালো করে ভেজে নিন। তবে লক্ষ্য রাখবেন পরোটাগুলো যেন খুব বেশি কড়কড়ে না হয়ে যায়। সবকটা পরোটা ভাজা হয়ে গেলে নতুন আলুর দমের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ছানার পরোটা।