দুর্ঘটনার জেরে বাতিল ট্রেন, বুধবারের মধ্য়ে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 

Written by SNS June 4, 2023 7:36 pm

কলকাতা, ৪ জুন –  বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বিঘ্নিত ট্রেন চলাচল। সোমবারও  ওই লাইনে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। মঙ্গল ও বুধবারও ওই লাইনে একটি করে ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে ভারতীয় রেল । ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, সোমবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হবে । তবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবার এক সংবাদমাধ্যমে জানান, বুধবার সকালের মধ্যে বালেশ্বরের ওই রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে ।  

সোমবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল – 

১৮০৩৮ জাজপুর-কেওনঝাড় রোড-খড়্গপুর এক্সপ্রেস

১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস 

২২৮৫৬ তিরুপতি-সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস

০৮৪১১ বালেশ্বর-ভুবনেশ্বর এক্সপ্রেস

০৮৪১৫ জলেশ্বর-পুরী এক্সপ্রেস

২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস

মঙ্গলবার বাতিল করা হয়েছে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস।  বুধবার বাতিল করা হয়েছে  ১২৫৫২ কামাখ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটারে আরও জানান, রবিবার দুপুর ১২টা ০৫ মিনিট থেকে ডাউন মেন লাইন ট্রেন চলাচলের উপযোগী হয়ে উঠেছে।