• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট, মৃত্যু সাপে কামড়ানো রোগীর  

বারুইপুর, ৫ অক্টোবর –   সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হল।  বিনা চিকিৎসায় মৃত্যু হল গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোসাবা ব্লকের কচুখালি পঞ্চায়েতের ৩ নম্বর কচুখালি গ্রামে। স্থানীয় সুত্রে খবর,  ৩ নম্বর কচুখালি গ্রামের বাসিন্দা কল্পনা বিশ্বাস। বুধবার ভোর তিনটে নাগাদ একটি কালাচ সাপ তাঁকে কামড়ায়। টের পেয়েই বিষয়টি

বারুইপুর, ৫ অক্টোবর –   সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হল।  বিনা চিকিৎসায় মৃত্যু হল গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোসাবা ব্লকের কচুখালি পঞ্চায়েতের ৩ নম্বর কচুখালি গ্রামে। স্থানীয় সুত্রে খবর,  ৩ নম্বর কচুখালি গ্রামের বাসিন্দা কল্পনা বিশ্বাস। বুধবার ভোর তিনটে নাগাদ একটি কালাচ সাপ তাঁকে কামড়ায়। টের পেয়েই বিষয়টি পরিবারের সদস্যদের জানালে পরিবারের লোকজন স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান।  রোগীর পরিস্থিতি ভালো নয় বুঝতে পারেন ওই চিকিৎসক। তিনি তড়িঘড়ি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এদিকে কল্পনাদেবী পরিবারের সদস্যদের বলেন তাঁকে  ওঝার কাছে নিয়ে যেতে।তখন পরিবারের লোকজন তাঁকে ওঝার কাছে নিয়ে যায়। কিন্তু তাতে লাভ হয়নি। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ওই ওঝা  হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। চিকিৎসার জন্য পরিবারের লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালে রওনা দেয়। সন্ধে নাগাদ সেখানে পৌঁছলে ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় বলেন, “একটা সাপে কামড়ানো রোগীকে চিকিৎসা করার সুযোগ পেলাম না। মৃত অবস্থায় নিয়ে এসেছিল। ওঝা-গুণিনের দাপটে মৃত্যু হল। লজ্জাজনক ঘটনা । এর প্রতিবাদ দরকার ।”

Advertisement

Advertisement