এবার জিরোনাই টেক্কা দিচ্ছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে।

Written by SNS December 12, 2023 10:43 am

স্পেন:- দুই বছর আগেও স্প্যানিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তরে ছিল জিরোনা। গতবার লিগে ফিরে ৪৯ পয়েন্ট তুলে মরশুমে শেষ করে দশম হয়ে। সূত্রের খবর, এবার সেই জিরোনাই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে টেক্কা দিচ্ছে। জিরোনার কাছেই ঘরের মাঠে ২-৪ গোলে হেরে গেল বার্সেলোনা। এদিন জিরোনার কাছে ২-৪ গোলে হেরে গেল বার্সালোনা। রিয়াল মাদ্রিদকে সরিয়ে জিরোনা চলে গেল স্প্যানিশ লিগের শীর্ষস্থানে। ঘরের মাঠে বার্সেলোনা চার গোল খাবে, এটা অনেকেই হয়তো আশা করেননি। তবে এদিনের ম্যাচের সেটাই করে দেখাল জিরোনা। এদিনের জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলেও বেশ চমক দেখা গিয়েছে। তালিকার শীর্ষে থাকা রিয়ালের থেকে এবার দু’পয়েন্টে এগিয়ে গেল জিরোনা। ফলে এখন শীর্ষস্থান দখল করল জিরোনা। জানা গিয়েছে, এদিকে বেটিসের সঙ্গে ১-১ ড্র করে রিয়াল মাদ্রিদ তালিকার দুই নম্বরে নেমে গেল। অন্যদিকে এদিনের ম্যাচ হেরে বার্সেলোনা নেমে গেল চতুর্থ স্থানে। জিরোনার থেকে সাত এবং রিয়ালের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে রয়েছে বার্সা। এদিকে আলমেরিয়াকে ২-১ হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে টানা ১৭টি ম্যাচে জিতেছে তারা। বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমান থাকলেও একটি ম্যাচ কম খেলেছে তারা। ইউক্রেনের দুই ফুটবলার আর্তেম ডোভবিক এবং ভিক্টর সিগানকভ জুটি বেধে প্রথম গোলের দরজা খোলেন। ডোভবিকইয়ের গোলে ম্যাচের ১২ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ১৯ মিনিটে সেই গোল শোধ করে দেন রবার্ট লেয়নডস্কি। ম্যাচের ৪০ মিনিটে জিরোনাকে এগিয়ে দেন মিগুয়েল গুতিয়েরেস। দ্বিতীয়ার্ধে ৮০ মিনিটে গোল করেন ভালেরি ফের্নান্দেস। ইনজুরি টাইম ইলখাই গুন্ডোয়ান একটি গোল শোধ করার পর বার্সেলোনা সমতা ফেরাতে পারবে বলে আশা করা হয়েছিল। ইনজুরির টাইমে জিরোনার হয়ে চতুর্থ গোল করেন ক্রিশ্চিয়ান স্টুয়ানি। এর ফলে ৪-২ গোলে ম্যাচ জেতে জিরোনা।