রেকর্ড গড়ে ফের ধস টাকার দামে

Written by SNS September 26, 2022 4:47 pm

দিল্লি, ২৭ সেপ্টেম্বর– সপ্তাহের শুরুতে ফের টাকার দামে রেকর্ড পতন। এখনও পর্যন্ত সর্বনিম্ন কমে ডলার প্রতি টাকার দাম কমে হল ৮১ টাকা ৪৭ পয়সা । গত শুক্রবারের পতনে ডলার প্রতি টাকার দাম দাঁড়িয়েছিল ৮০ টাকা ৯৯ পয়সা। এদিন তা ছাপিয়ে গেল। বিশেষজ্ঞদের বক্তব্য, গোটা এশিয়ার অর্থনৈতিক অবস্থা ভাল নয়। প্রভাব পড়ছে কমবেশি সব দেশে। এমনকী ডলারের নিরিখে চিন ও জাপানের মুদ্রাতেও পতন হচ্ছে। তার প্রভাব পড়ছে ভারতেও। এদিকে সোমবার পতন হল সেনসেক্স ও নিফটিতেও। 

সোমবার বাজার খুলতেই টাকার দাম হয় ৮১ টাকা ৫২ পয়সা। কিছুক্ষণের মধ্যেই তা সর্বনিম্ন স্তরে পৌঁছয়। ডলার পিছু টাকার দাম কমে দাঁড়ায় ৮১ টাকা ৫৫ পয়সায়। 

বিশেষজ্ঞরা মনে করছে, কোভিড মহামারীর দাপট কমলেও তার ধাক্কা এখনও সামলাতে হচ্ছে ভারতের মতো বহু উন্নয়নশীল দেশগুলিকে। এইসঙ্গে বিশ্বজুড়ে মন্দার প্রভাব পড়ছে মূল্যবদ্ধিতে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও অব্যাহত। যার প্রভাব ইউরোপ হয়ে ছড়িয়ে পড়ছে বিশ্বের অন্য মহাদেশগুলিতে। সব মিলিয়ে ক্রমাগত ডলারের দাম বৃদ্ধি এবং বিগত কয়েক মাস ধরে ভারতীয় মুদ্রার দামের পতন অব্যাহত রয়েছে।