মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সকে জেতানোর পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন সুনীল নারাইন। দিল্লির বিরুদ্ধে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অধিনায়কত্ব, সবক্ষেত্রেই নজর কেড়েছেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন। তবে এই ম্যাচের পর নজিরও গড়েছেন তিনি। বিশ্বরেকর্ডে কেকেআরে ১৪ বছর ধরে খেলা এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নির্দিষ্ট দলের হয়ে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় যুগ্মভাবে শীর্ষে উঠেছেন নারাইন। দিল্লির বিরুদ্ধে চার ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। এই ম্যাচের পর কেকেআরের হয়ে ২০৮ উইকেটের মালিক তিনি। আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের অলরাউন্ডার সমিত পটেলের। তবে ২০৮ উইকেট নিতে ২৩৩ ম্যাচ লেগেছে সমিতের। নারাইন সেখানে ১৯৫ ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ১৯৯ উইকেট নিয়ে রয়েছেন ইংল্যান্ডের বোলার ক্রিস উড।