বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হবে বেঙ্গালুরুতে , জানালেন শরদ পাওয়ার  

Written by SNS June 29, 2023 7:23 pm

মুম্বাই, ২৯ জুন – হিমাচল প্রদেশের শিমলার পরিবর্তে  বিজেপি-বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হবে বেঙ্গালুরুতে।  বৃহস্পতিবার একথা জানান এনসিপি প্রধান শরদ পাওয়ার।  কংগ্রেস শাসিত রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে বৈঠকের সিদ্ধান্ত  আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বৈঠকের দিনও  পরিবর্তনের বার্তা দিয়েছেন শরদ পাওয়ার । তিনি বলেন, ‘‘আগামী ১৩-১৪ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক হবে।’’

প্রসঙ্গত, গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আহ্বানে পাটনায় ১৫টি বিজেপি বিরোধী দলের শীর্ষস্তরের নেতানেত্রীদের বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন পরের বৈঠক শিমলায় হবে । বিরোধী শিবির সূত্রে খবর, প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় ১২ জুলাই বৈঠক হবে।

পাটনায় চার ঘণ্টা ব্যাপী বৈঠকের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধি , তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা আগামী লোকসভা ভোটে ঐক্যবদ্ধ ভাবে লড়ার বার্তা দিয়েছিলেন। এক মাত্র ব্যতিক্রম ছিলেন, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। কংগ্রেস প্রকাশ্যে দিল্লির আমলাতন্ত্র নিয়ন্ত্রণের কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতার ঘোষণা না করলে, পরবর্তী বৈঠক বয়কটের ঘোষণা করেছে তাঁর দল । শরদ বৃহস্পতিবার দাবি করেন, পাটনা বৈঠকে বিরোধী ঐক্যের আঁচ পেয়ে শঙ্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাই ভোপালে বিজেপির কর্মসূচি থেকে বিরোধী নেতাদের কটাক্ষ  করেছেন তিনি।
বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন নেতা প্রথম বৈঠকে হাজির ছিলেন।  নীতিশ কুমারের বাস ভবনে ওই বৈঠক হয়।  তবে ওই বৈঠকে আমন্ত্রিত ছিলেন না  বিএসপির মায়াবতী , , বিজেডির নবীন পট্টনায়ক, বিআরএসের কে চন্দ্রশেখর রায়,ওয়াইএসআরসিপির জগমোহন রেড্ডি।  
বর্তমানে ৫৪৩ আসনের লোকসভায় এই দলগুলির জোটের ২০০-র নিচে আসন রোয়েচারেকসঙ্গে লড়লে বিজেপি ওই আসন পাবে না বলে তাঁরা মনে করেন।