সংবিধান মেনে বাংলাদেশের সাধারণ নির্বাচন পরিচালনা করবে জাতীয় নির্বাচন কমিশন কলকাতায়  ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ

Written by SNS July 27, 2023 8:04 pm

কলকাতা, ২৭ অগাস্ট – সংবিধান মেনে বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে বলে জানালেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসে মাহমুদ বলেন, হাসিনার নেতৃত্বাধীন সরকার ভোটে যাবে। সাধারণ নির্বাচন পরিচালনা করবে বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন। কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না।

বৃহস্পতিবার দুপুরে কলকাতা প্রেসক্লাবে ‘সাংবাদিকদের মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানে নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাব দেন হাছান মাহমুদ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর, সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক প্রমুখ।।

বাংলাদেশের তথ্যমন্ত্রী মাহমুদের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশের সংবিধান স্বীকৃত নয়। তিনি বলেন, ‘সংবিধান স্বীকৃত নয় বলে তা করার সুযোগ নেই। সংবিধান মেনে যা হওয়ার তা-ই হবে।’’ তাঁর দাবি, সে দেশের নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করে। এই প্রসঙ্গে উঠে আসে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট প্রসঙ্গ। এই প্রসঙ্গে উদাহরণ দিয়ে মাহমুদ বলতে চান, বাংলাদেশের নির্বাচন কমিশন কতটা কঠোর। তিনি এদিন বলেন, ‘আপনাদের এখানে ক’দিন আগে স্থানীয় নির্বাচন হয়েছে। কি হয়েছে আপনারা জানেন। আর আমাদের ওখানে বরিশালে স্থানীয় নির্বাচনে এক প্রার্থীর গায়ে ঘুষি লেগেছে। যে ঘুষি মেরেছে, ঘুষি মারার সময় আশেপাশে যারা ছিল , সবাইকে গ্রেফতার করা হয়েছে। কদিন আগে ঢাকা শহরে একটি উপনির্বাচন হয়েছে, সেটিও অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে , সকলে ভোট দিয়েছে।’ মাহমুদ বলেন, ‘সম্প্রতি সংসদে আইন সংশোধন করা হয়েছে। সেই আইনে কমিশন স্বাধীন শক্তিশালী সংস্থা হয়েছে। নির্বাচন কমিশন সরকারি দলকে তোয়াক্কা করে না। ‘

তিনি এদিন আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে কলকাতা প্রেসক্লাবের অবদান ভোলার নয়। সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়ে কলম ধরেছিলেন প্রেসক্লাবের কলমযোদ্ধারা। একাত্তরের ১৭ এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুজিবনগরে ছুটে গিয়েছিলেন এখানকার কলমসৈনিকেরা। কীভাবে ভুলব আমরা তাঁদের অবদানের কথা। তাই আমাদের এই বন্ধন দৃঢ়, ছিন্ন হওয়ার নয়।’

আজকের অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচনকালে বর্তমান সরকারই রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। সংবিধান অনুযায়ী দেশ চালাবে। সরকার চলবে।

বাংলাদেশের মানবাধিকার নিয়ে পশ্চিমি দেশগুলি, বিশেষত, আমেরিকা যে সমালোচনা করছে, বৃহস্পতিবার তারও জবাব দিতে চেয়েছেন মাহমুদ। তাঁর কথায়, ‘‘অনেক দেশের থেকে বাংলাদেশে মানবাধিকার ভাল জায়গায় রয়েছে।’’ তিনি বলেন, ‘‘পশ্চিমি দেশ গুলি যে ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাচ্ছে তা ঠিক নয়।’’ তিনি পড়শি দেশগুলির মধ্যে ঐক্য ও সংহতির সম্পর্ক গড়ে তোলার বার্তা দিয়েছেন।