হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এবার দীপাবলিতে মানুষ ঘরে আনতে চলেছে এই আশ্চর্য প্রদীপ। এতদিন মানুষ জানতো যে ব্যাটারি কিংবা বিদ্যুত সংযোগে আলো জলে ওঠে।কিন্তু তা সব এখন ছাপিয়ে নতুন চমক নিয়ে বাজারে এসে গেছে এই প্রদীপ। সামনেই দীপাবলি উৎসব। আর তাতে মেতে উঠবে দেশবাসী। আলোয় সেজে উঠবে গোটা দেশ। গ্রাম থেকে শহর সর্বত্র ঘরে ঘরে জ্বলবে আলো। তবে ঊর্ধ্বমুখী তেলের দামে আলো জ্বালা নিয়েও চিন্তা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দাম বেড়েছে তেলের পাশাপাশি টুনি লাইটেরও। তাই এবছর তেলের খরচ বাঁচাতে দীপাবলির আগে বাজারে এসেছে ম্যাজিক প্রদীপ। যা তেলে নয় বরং জলে জ্বলবে।
Advertisement
Advertisement



